More

    শিক্ষক মাহরিনের নামে অ্যাওয়ার্ড দেয়া হবে: প্রেস সচিব

    অবশ্যই পরুন

    বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

    তিনি জানান, জীবন বাজি রেখে শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে মাহরিন চৌধুরীর বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে তার নামে একটি পুরস্কার চালু করা হবে।

    প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

    এর আগে সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে অংশ নেন। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত কয়েকটি নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল জলিল শরীফের মতবিনিময়

    পিরোজপুরের-৩ মঠবাড়িয়া একক আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যপক মো. আব্দুল জলিল শরীফ এর...