More

    দাওয়াত না পেয়ে বিয়ের আসরে দুলাভাইয়ের হামলা

    অবশ্যই পরুন

    দাওয়াত না দেওয়ায় বরের ভগ্নিপতি দলবল নিয়ে হামলা চালিয়েছে বিয়ের আসরে। এতে আহত হয়েছেন দুই জন। বুধবার (৬ আগস্ট) বিকেলে বাঁশখালী উপজোলার বৈলছড়ি ইউনিয়নের এসকেবি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জমির উদ্দিন (২৮) ও ফজল কাদের (৩৫)। এদের মধ্যে জমির বরের ভাই এবং ফজল কাদের বরের আরেক ভগ্নিপতি।

    জানা যায়, সৌদি প্রবাসী জসিম উদ্দিন দেশে ফিরে মাত্র ১০ দিনের মাথায় বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু পূর্ব শত্রুতার জেরে বোনকে বিয়েতে দাওয়াত না দেওয়ায় তার ভগ্নিপতি রশিদ মিয়া দলবল নিয়ে বিয়ের আসরে হামলা চালায়। ভুক্তভোগী বর জসিম উদ্দিন বলেন, বিদেশ যাওয়ার সময় বোনের স্বর্ণ বিক্রি করা টাকা ধার নিয়ে ছিলাম। পরে বিদেশ থেকে টাকা পাঠিয়ে ঋণও শোধ করা হয়েছে।

    কিন্তু বিষয়টি অস্বীকার করে আসছে আমার বোন ও ভগ্নিপতি। দেশে এসে বিয়ের কথা শুনার পর থেকে আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। সেজন্য তাকে বিয়েতে দাওয়াতও দেওয়া হয়নি। আজ বিয়ের আসর থেকে বউ নিয়ে বের হওয়ার আগ মুহুর্তে আমার ভগ্নিপতি রশিদ তার দলবল নিয়ে হামলা চালায়।

    এসময় নববধূর গলায় থাকা দুই ভরি ওজনের গলার হার, আংটি সহ আমার মোবাইল ফোন, নগদ টাকা লুট করে নিয়ে যায়। তিনি জানান, আমরা এই মুহুর্তে থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছি। আশা করছি পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

    বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম  জানান, বিয়ের আসরে ঝামালে নিয়ে বর ও বরের স্বজনরা থানা এসেছে। তারা লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...