More

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাকেরগঞ্জে মানববন্ধন

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এবং সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়নের দাবিতে বাকেরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০/৮/২০২৫ ইং রবিবার বাকেরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বেলা ১২ টায় বরিশাল–পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে উপজেলার স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সাংবাদিক হত্যা মানে সত্যকে হত্যা, সাংবাদিকের কণ্ঠরোধ মানে জনগণের কণ্ঠরোধ।

    দেশে বারবার সাংবাদিকের উপর হামলা, হত্যা ও মিথ্যা মামলার ঘটনা ঘটছে, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই বিচার হয় না। এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে “সাংবাদিক নিরাপত্তা ও সুরক্ষা আইন” প্রণয়ন এবং সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার সাংবাদিকদের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। পাশাপাশি প্রকাশ্যে সংঘটিত হত্যা, ধর্ষণ, ডাকাতি ও ধর্ম অবমাননার মতো অপরাধের বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার দাবি তোলেন।

    মানববন্ধনে বক্তারা আরও বলেন—অপরাধীরা ক্ষমতার ছায়ায় আশ্রয় পেয়ে যেন দায়মুক্তি না পায়। সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা ঘটলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নইলে আন্দোলন আরও তীব্র করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে হাদি হত্যার প্রতিবাদে হাদির প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল

    পিরোজপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের...