More

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাকেরগঞ্জে মানববন্ধন

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এবং সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়নের দাবিতে বাকেরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০/৮/২০২৫ ইং রবিবার বাকেরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বেলা ১২ টায় বরিশাল–পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে উপজেলার স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সাংবাদিক হত্যা মানে সত্যকে হত্যা, সাংবাদিকের কণ্ঠরোধ মানে জনগণের কণ্ঠরোধ।

    দেশে বারবার সাংবাদিকের উপর হামলা, হত্যা ও মিথ্যা মামলার ঘটনা ঘটছে, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই বিচার হয় না। এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে “সাংবাদিক নিরাপত্তা ও সুরক্ষা আইন” প্রণয়ন এবং সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার সাংবাদিকদের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। পাশাপাশি প্রকাশ্যে সংঘটিত হত্যা, ধর্ষণ, ডাকাতি ও ধর্ম অবমাননার মতো অপরাধের বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার দাবি তোলেন।

    মানববন্ধনে বক্তারা আরও বলেন—অপরাধীরা ক্ষমতার ছায়ায় আশ্রয় পেয়ে যেন দায়মুক্তি না পায়। সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা ঘটলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নইলে আন্দোলন আরও তীব্র করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...