পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনীর পৃথক অভিযানে ৪ জন মাদক কারবারি ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১৫০ গ্রাম গাঁজা, নগদ ৪৮৯০ টাকা সহ চারজন মাদক কারবারি এবং অপর অভিযানে চোরাই ৪ টি ব্যাটারি,পুরাতন ২টি নষ্ট পানির মটর,২ টি পুরাতন নষ্ট আইপিএস এবং বিভিন্ন ধাতব সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুবিদখালী ইউনিয়নের মোস্তফা মৃধার স্ত্রী হেলেনা বেগম এর টিনশেড বসত ঘরে মাদক দ্রব্য থাকার গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১৯৫ গ্রাম গাঁজা ও নগদ টাকা সহ ঘটনাস্থলে উপস্থিত মোসাঃ হেলেনা বেগম, মোঃ সাগর মৃধা,শাহিন মৃধার স্ত্রী তানিয়া আক্তার ও সুমন হাওলাদারের পুত্র মোঃ ইসমাইল কে আটক করা হয়। এছাড়াও কিছু সময় ব্যবধানে অপর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সুবিদখালীর চিহ্নিত মাদক ব্যবসায়ী আলতাফ মৃধার বাড়ি ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে তাঁর বসতঘরের পেছনে পরিত্যক্ত অপর একটি ঘর হতে ৪ টি ব্যাটারি, পুরাতন ২টি নষ্ট পানির মটর,২ টি পুরাতন নষ্ট আইপিএস এবং বিভিন্ন ধাতব সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মৃধা জানান,আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কোর্ট-হাজতে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, যৌথ বাহিনীর এ অভিযান চলমান থাকবে।