More

    অবৈধ উচ্ছেদ জলাবদ্ধতা নিরসন কঠোর অবস্থানে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন!

    অবশ্যই পরুন

    মোঃ রোকনুজ্জামান শরীফ,মঠবাড়িয়া প্রতিনিধি পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতা নিরসন ও অবৈধ উচ্ছেদে কঠোর ভূমিকায় রয়েছেন।

    উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম ও সহকারী কমিশনার (ভূমি)মোঃ রাইসুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা,মাদক নিয়ন্ত্রণ,অবৈধ ইটভাটা উচ্ছেদ,বাজার মনিটরিং,ড্রেজার দিয়ে বালু উত্তোলন,অতিরিক্ত কাঠ বহনকারী ট্রাক,অবৈধ পলিথিন নিষিদ্ধ জাল জব্দ,লাইসেন্স বিহীন করাত কল বন্ধ করন সহ নানা রকম কাজ করে যাচ্ছেন।

    মঙ্গলবার ১৯/৮/২৫ ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ইউএনও আবদুল কাইয়ূম’র উপস্থিতিতে মঠবাড়ীয়া সদর ও দাউদখালী ইউনিয়নের মধ্যে প্রবাহিত ডাকাতিয়া- আঙ্গুলকাটা খাল পরিষ্কার কার্যক্রম স্থানীয় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে শুরু হয়।
    ইতিপূর্বে পৌরসভার মডেল মসজিদ সংলগ্ন এলাকা থেকে মিরুখালী রোড পর্যন্ত ৬ ও ৭ নং ওয়ার্ডে অবস্থিত সরকারি খাল দীর্ঘদিন যাবত ময়লা আবর্জনায় জরাজীর্ণ অবস্থান ছিল।

    এক সময় নিউমার্কেট ও বাইশ ভিটি এলাকার ছোট খালটি প্রবহমান ছিল কিন্তু খালের পাড়ে বসবাসকারী বাসিন্দারা ময়লা আবর্জনা ফেলে যে যার মত দখল করে স্থাপনা নির্মাণ করে খালটির পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে।খালটির ময়লা আবর্জনা অপসারণে পৌর প্রশাসক ও মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল কাইয়ূম’র উদ্যোগে পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ দূষণরোধ কল্পে নিউ মার্কেট খাল খনন কাজ চলমান রয়েছে।

    মঠবাড়িয়া- মিরুখালী খালে কচুরিপানা ময়লা আবর্জনা আটকে পানি চলাচল বন্ধ হয়ে কৃষি গৃহস্থালি নানা রকম কাজে প্রতিবন্ধকতা তৈরী হয়েছিল।খালের কচুরিপানা ময়লা আবর্জনা পরিষ্কার করে নৌকা চলাচলের উপযোগী করা হয়েছে।প্রত্যন্ত অঞ্চল থেকে একসময় এ খালে নৌকা ট্রলার চলাচল করত।মঠবাড়িয়া উপজেলার একাধিক খাল কচুরিপানা ময়লা আবর্জনায় আটকে পরিবেশের ভারসাম্য হারিয়েছে।খালের পাড়ে নানা রকম স্থাপনা নির্মাণের কারণে খালের পানি প্রবাহ বন্ধ আছে।

    এ বিষয়ে জানতে চাইলে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ উচ্ছেদ জলাবদ্ধতা নিরসনে কাজ করছি এ কাজ চলমান থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...