More

    দেশ বাঁচাতে পিআর নির্বাচন দিতে হবে: চরমোনাই পীর

    অবশ্যই পরুন

    ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীরা জীবন দিয়েছে একটি সুন্দর দেশ পেতে। প্রচলিত পদ্ধতির নির্বাচন কালো টাকা, পেশিশক্তি এবং ভোট জালিয়াতির সুযোগ দেয়। যাতে দেশের সম্পদ বিদেশে পাচার এবং চাঁদাবাজির জন্ম হয়। এই পদ্ধতির নির্বাচন আর চাই না। দেশ বাঁচাতে ভোটের অনুপাত (পিআর) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।

    শুক্রবার রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বথা বলেন চরমোনাই পীর।

    সমাবেশ থেকে শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনিভিত্তি, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন, জুলাই গণহত্যার বিচার এবং চাঁদাবাজি বন্ধসহ সাত দফা ঘোষণাপত্র পাঠ করা হয়।

    ছাত্র আন্দোলনের সভাপতি ইউসুফ আহমদ মানসুরের সভাপতিত্বে চরমোনাই পীর বলেন, অন্তর্বর্তী সরকার গণভোট দিয়ে দেখুক, জনগণ পিআর চায় কিনা। নির্বাচন ব্যবস্থার মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে।

    ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেন, তারেক রহমান আর সজীব ওয়াজেদ জয়ের মৌলবাদ বিষয়ক বক্তব্যে কোনো পার্থক্য নেই। মৌলবাদ নিয়ে যারা আজ সমালোচনা করেন, তারাই একসময় ডানপন্থীদের ভোটে নির্বাচিত হয়েছিলেন। ৯২ শতাংশ মুসলমানের দেশে ইসলাম বিজয়ী হবেই- এটাই স্বাভাবিক নিয়ম। যারা মৌলবাদকে ভয় দেখায় তারা মূলত ইসলাম বিদ্বেষী।

    সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ কেন্দ্রীয় নেতারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    খুনিকে জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব মঞ্চ

    শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ইনকিলাব মঞ্চ বলেছে, খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না। রোববার...