More

    মঠবাড়িয়ায় ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী  গ্রেফতার

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ সোহেল হাওলাদার (৩২) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ।

    গ্রেফতারকৃত সোহেল হাওলাদার উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত সোবাহান হাওলাদারের ছেলে। থানা সূত্রে জানাগেছে, শনিবার দুপুরে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসআই আলী আকবর অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় বড় মাছুয়া বাজারের ব্রিজের ঢালের রাস্তা থেকে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেল হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, তামিমকে নিতে চায় নতুন ফ্র্যাঞ্চাইজি

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক।...