মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে তাসফিয়া(৬) এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু তাসফিয়া উপজেলার আলীনগর ইউনিয়নের চর-হোগল পাতিয়া গ্রামের আমান সরদার এর শিশুকন্যা। আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাগেছে, শিশু তাসফিয়া বাড়ির কাছের পুকুরে একা খেলতে নামে।
কিন্তু সে সাঁতার না জানার কারণে হঠাৎ করে পা পিচলে পুকুরের পানিতে ডুবে যায়। পরে আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুজি শেষে তাকে ওই পুকুর থেকে উদ্ধার করে ২৫০ শয্যা মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।
এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।