More

    কালকিনিতে বৃদ্ধের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’য় এলাকাবাসীর প্রতিবাদ ও মানববন্ধন!

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামের বৃদ্ধ মো. শাহ-আলম রাড়ীর নামে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা এবং তাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার রমজানপুরের জজিরা গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে নারী পুরুষ সহ শতাধিক গ্রামবাসী অংশ নেয়। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীরা বলেন, বৃদ্ধ মোঃ শাহ-আলম রাড়ী একজন সৎ,নামাজী ও পরহেজগার ব্যক্তি। তার বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ চেষ্টা মামলা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। প্রকৃতপক্ষে মামলার বাদী একজন চরিত্রহীন মহিলা।মামলার বাদী হিরা বেগম তার মেয়েকে দিয়ে ইতিপূর্বেও অনেককে ফাঁসিয়ে অর্থ আদায় করেছে।এটা তার একধরনের ব্যবসা।

    পুলিশ কোন প্রকার তদন্ত ছাড়াই বৃদ্ধ শাহ-আলম রাড়ীকে আটক করেছে। তাই প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীর বিচার এবং এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করে শাহ-আলম রাড়ীর নিঃশর্ত মুক্তির দাবি জানান। বৃদ্ধ শাহ আলমের ভাই এছাহাক রাঁড়ী, সাগর মুন্সী , এসকান্দার,জাকির রাঁড়ী সহ বেশ কয়েকজন বলেন,”মামলার বাদী শাহ আলমের কাছে দেড় লাখ টাকা চেয়েছিল।

    তিনি টাকা দিতে অস্বীকার করায় বাদী তার শিশু কন্যাকে ভিকটিম সাজিয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে।আমরা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।” মামলার বিষয়ে জানতে মামলার বাদীর বাড়ীতে গেলে বাদীকেও পাওয়া যায়নি এবং ঘরের দরজা তালাবন্ধ পাওয়া যায়। এ বিষয় মামলার তদন্তকারী কর্মকর্তা কালকিনি থানার এসআই পল্লব কুমার জানান, বিষয়টি সরেজমিন তদন্ত শেষে উদঘটন করা হবে।

    ৮ বছরের শিশুটির মা হিরা বেগম কালকিনি থানায় ধর্ষণ চেষ্টা অভিযোগ এনে মামলা দায়ের করেন। গতকাল রবিবার রাতে থানা পুলিশ শাহ-আলম রাড়ীকে তার নিজ বাড়ি রমজানপুর থেকে গ্রেফতার করেন। গতকাল তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চরফ্যাশনে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়নের গণসংবর্ধনা

    জে এইচ রাজু স্টাফ রিপোর্টার : ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক...