More

    বরিশাল নার্সিং কলেজে শিক্ষক অপসারণের দাবি, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

    অবশ্যই পরুন

    বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা তিন শিক্ষককে অবিলম্বে অপসারণের দাবিতে দুই দফা কর্মসূচি পালন করছে। আজ (বুধবার, ২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান নেয়া শুরু করেন। এসময় তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন।

    শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৬ মে তাদের আন্দোলনের সময় বহিরাগতদের আনা হয় এবং কলেজের তিন শিক্ষকের মদদে তাদের ওপর হামলা চালানো হয়। তারা জানান, হামলাকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে শিক্ষকসমূহের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি।

    এর প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং ল্যাব প্র্যাকটিস বন্ধ ঘোষণা করেছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি তিন শিক্ষকের বদলি বা অপসারণ না করা হয়, তবে আন্দোলন অনির্দিষ্টকাল ধরে চলবে।

    এছাড়া প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ না করার প্রতিবাদে শিক্ষার্থীরা চোখের কালো কাপড় ও কালো ব্যাচ ধারণ করে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ​কাঁঠালিয়ায় জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    কাঁঠালিয়ায় জুলাই বিপ্লবে ন্যায় ও সাহসিকতার প্রতীক শহীদ ওসমান হাদীর স্মরণে আয়োজন করা হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। উক্ত...