More

    আগামীকাল থেকে বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা

    অবশ্যই পরুন

    আগামীকাল ২৮ আগষ্ট থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের স্থানের দাবিতে বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। বুধবার (২৭ আগষ্ট) ফেসবুক লাইভে এসে ঘোষণাটি নিশ্চিত করেছেন বরিশাল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি ফিরোজ আলম ।

    তিনি জানান- হাসপাতালের পরিচালকের আদেশে বেসরকারি অ্যাম্বুলেন্স আর হাসপাতালের ভেতরে পার্কিং করতে দেয়া হচ্ছে না। বাধ্য হয়ে হাসপাতালের বাইরে অনিরাপদ জায়গায় অ্যাম্বুলেন্স পার্কিং করার কারণে অনেক গাড়ির ব্যাটারিসহ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। আমাদের দাবি হাসপাতালের ভেতরে নির্ধারিত পার্কিং স্থান আমাদের ফিরিয়ে দেয়া হোক।

    মালিকরা জানান, পার্কিংয়ের স্থান ফিরে পাওয়ার দাবিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাসপাতাল পরিচালকসহ বিভিন্ন দপ্তরের স্মারকলিপি দিয়েছেন। যেখানে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে ধর্মঘট করা হয়েছে। এতেও কাজ না হওয়ায় বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তারা জানান, আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে।

    দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। এবার ধর্মঘট বরিশাল বিভাগে থাকা অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিকরাও করবেন। এদিকে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ফলে রোগী এবং তাদের স্বজনেরা বিপাকে পড়েছেন। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনের জন্য তারা অ্যাম্বুলেন্স পাচ্ছেন না।

    চরফ্যাশন থেকে চিকিৎসার জন্য জিয়াউর রহমান তার স্বজনকে ঢাকায় নিয়ে যেতে চান। তিনি বলেন, সরকারি অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট চলছে। এ অবস্থায় ঢাকার শিশু হাসপাতালে কীভাবে রোগী নিয়ে যাব, তার উপায় খুঁজে পাচ্ছি না।’’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে রাতের আধাঁরে সরকারি গাছ কাটা সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

    অনলাইন ডেস্ক: রাতের আধাঁরে সরকারি গাছ কাটার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকনকে কারণ...