More

    বরিশাল শহীদ মিনারে তালা, শ্রদ্ধা জানাতে গিয়ে ক্ষোভ

    অবশ্যই পরুন

    শ্রদ্ধা জানাতে গিয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের ফটকে তালা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের নেতারা। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দলটির নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে গিয়ে এমন ঘটনার সম্মুখীন হন।

    পরে ভেতরে প্রবেশ করে দেখেন শহীদ মিনারে ফার্নিচারের জন্য কাঠ শুকাতে দেওয়া হয়েছে। দলের বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু বলেন, সেখানে গিয়ে দেখতে পান শহীদ মিনারের প্রবেশের প্রত্যেক গেইট তালা দেওয়া। কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের গেইট খুলে দেওয়ার জন্য বলা হয়। কিন্তু তারা জানিয়ে দেন, গেইটের চাবি তাদের কাছে নেই। তিনি বলেন, “পরে যার কাছে চাবি রয়েছে তাকে ফোন করা হয়। কিন্তু তিনি চাবি দিতে অপারগতা প্রকাশ করেন।

    তখন নেতাকর্মীরা গেইটে ধাক্কা দেয়। এতে গেট খুলে যায়।” “ভিতরে গিয়ে দেখা যায়, শহীদ মিনার চত্বরে ফার্নিচারের কাঠ শুকাতে দেওয়া হয়েছে। কাঠ কারা শুকাতে দিয়েছে তাও জানায়নি নিরাপত্তারক্ষীরা। তখন কাঠ চত্বর থেকে নামিয়ে পরিষ্কার করে শ্রদ্ধা নিবেদন করা হয়।” দেওয়ান নীলুর অভিযোগ, শহীদ মিনার উন্মুক্ত থাকবে। নিরাপত্তায় আনসার অথবা পুলিশ থাকবে।

    সেটা তো আটকে রাখার কোনো যুক্তি নেই। তিনি বলেন, “ছয় মাস ধরে দেখতে পাচ্ছি শহীদ মিনার সব সময় তালাবদ্ধ করে রাখা হচ্ছে। এতে অনেকে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করতে পারছেন না। এ বিষয়টি নিয়ে তিন মাস আগে ফেইসবুকেও জানালাম। কিন্তু বিষয়টি নিয়ে কারো কোনো হেলদোল নেই।” শহীদ মিনার চত্বরের পাশে বরিশাল অডিটোরিয়ামে গিয়ে বরিশাল সিটি করপোরেশনের একজন নিরাপত্তারক্ষীকে পাওয়া যায়। তিনি বলেন, দুপুর ২টার সময় তিনি ডিউটিতে এসেছেন।

    তখন শুনেছেন, কারা শহীদ মিনার চত্বরে অডিটোরিয়ামের ফার্নিচারের জন্য আনা শুকাতে দেওয়া কাঠ ফেলে দিয়েছে। এতে অনেক কাঠ ভেঙে গেছে। এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “এটা সিটি করপোরেশনের অধীনে। এ বিষয়ে তারা ভালো বলতে পারবেন।”

    বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, “শহীদ মিনার চত্বরে বরিশাল অডিটোরিয়ামে তাদের অফিস কার্যক্রম পরিচালনা করা হয়। নিরাপত্তার জন্য তালা দেওয়া থাকে। যে কারো প্রয়োজনে তালা খুলে দেওয়া হয়। “অভিযোগের পরিপ্রেক্ষিতে চত্বর পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...