More

    নুরের ওপর হামলায় অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের নিন্দা

    অবশ্যই পরুন

     বরিশাল প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন। ৩০/৮/২০২৫ ইং শনিবার সকালে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান টিএম জহিরুল তুহিন ও মহাসচিব মুঃ মাহমুদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান।

    প্রেস বিজ্ঞপ্তিতে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান টিএম জহিরুল তুহিন জানান, রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন।ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতৃবৃন্দ ও গণঅভ্যুত্থানের পক্ষশক্তির ওপর এধরণের নৃশংস হামলায় বিস্মিত।

    গণঅভ্যুত্থানোত্তোর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এধরণের অনিয়ন্ত্রিত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিবৃতিদাতারা এধরণের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে দায়ীদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...