বাকেরগঞ্জে প্রতিনিধি: ঢাকায় নিজ কার্যালয়ের সামনে অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাকেরগঞ্জে মশাল মিছিল করেছে গন অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ।
৩০ আগস্ট শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় গনঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের যৌথ একটি মশাল মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য দেন উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি মোঃ সজল মাহমুদ ও ছাত্র জনতার আরিফুর রহমান।
বক্তব্যে গত কালকে গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের উপর হামলার জন্য জাতীয় পার্টিকে দায়ী করে তাদেরকে নিষিদ্ধ করা সহ আহত ভিপি নুরকে উন্নত চিকিৎসা প্রদানের ব্যবস্থা করার দাবি জানান হয়।