ভোলার মনপুরায় বজ্রপাতে জীবন দাস (৫০) নামের কাঁকড়া শিকারি মারা গেছেন। সোমবার উপজেলার কলাতলী ইউনিয়নের কাজীর চরে কাঁকড়া শিকারের সময় তার মৃত্যু হয়। একই সময়ে আলাদা স্থানে বজ্রপাতে ৮টি গরু ও মহিষের মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার ওসি আহসান কবির।নিহত জীবন দাস কলাতলি হিন্দু কলোনির বাসিন্দা।স্থানীয় বাসিন্দারা জানান, বজ্রপাত পড়ে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা ইয়াসিন ও জাকিরের ২টি গরু, হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা জিয়া উদ্দিনের ৩টি গরু, একই ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার বাসিন্দা শামসুদ্দিনের একটি মহিষ, কলাতলী ইউনিয়নের একটি মহিষের মৃত্যু হয়।
এ বিষয়ে মনপুরা থানার ওসি আহসান কবির বলেন, বজ্রপাত পড়ে এক কাঁকড়া শিকারি ও গরু-মহিষের মৃত্যুর খবর পাওয়া গেছে।