More

    ভোলার মনপুরায় বজ্রপাতে কাঁকড়া শিকারির মৃত্যু

    অবশ্যই পরুন

    ভোলার মনপুরায় বজ্রপাতে জীবন দাস (৫০) নামের কাঁকড়া শিকারি মারা গেছেন। সোমবার উপজেলার কলাতলী ইউনিয়নের কাজীর চরে কাঁকড়া শিকারের সময় তার মৃত্যু হয়। একই সময়ে আলাদা স্থানে বজ্রপাতে ৮টি গরু ও মহিষের মৃত্যুর ঘটনা ঘটেছে।

    মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার ওসি আহসান কবির।নিহত জীবন দাস কলাতলি হিন্দু কলোনির বাসিন্দা।স্থানীয় বাসিন্দারা জানান, বজ্রপাত পড়ে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা ইয়াসিন ও জাকিরের ২টি গরু, হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা জিয়া উদ্দিনের ৩টি গরু, একই ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার বাসিন্দা শামসুদ্দিনের একটি মহিষ, কলাতলী ইউনিয়নের একটি মহিষের মৃত্যু হয়।

    এ বিষয়ে মনপুরা থানার ওসি আহসান কবির বলেন, বজ্রপাত পড়ে এক কাঁকড়া শিকারি ও গরু-মহিষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...