স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্ট্রান কল্যাণ ফ্রন্টের আয়োজনে ও ইস্পাহানী ইসলামীয় চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল বরিশাল এর পরিচালনায় বিনামূলে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দিনব্যাপী এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী ভূষণ রায়, সিনিয়র শিক্ষক উপানন্দ বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শামীম আকন, ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এর ক্যাম্প অর্গানাইজার মো, সোহেল হোসন, স্বেচ্ছাসেবি সংগঠন তরী মহিলা সংস্থার পরিচালক সুমন বেপারি উপস্থিত ছিলেন।
চক্ষু বিশেষজ্ঞ ডা. রাগীব ইমাম দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে সুবিধাবঞ্চিত তিন শতাধিক রোগিকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা,ব্যবস্থাপত্র, ঔষধ ও চশমা প্রদান করেন।