ভোলার চরফ্যাশন উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গৃহবধূ ও শিশু সন্তানকে হত্যার দায়ে করে স্বামী ও দেবরকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বেলা ১২টায় চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) হযরত আলী হিরণ। আমৃত্যু কারাদণ্ড পাওয়া মাহাবুব আলম ওরফে মাফু ও ইব্রাহিম উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের আফজাল গ্রামের মান্নান মাঝির ছেলে।
মান্নান মাঝিও একই মামলার আসামি ছিলেন। তবে আদালতের রায়ে তিনি খালাস পেয়েছেন। মামলার বরাতে এপিপি হিরণ বলেন, ২০১৮ সালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে জাহানারা বেগম ও তার ছেলে আবিরকে (৮) হত্যা করেন মাহাবুব ও ইব্রাহিম।
জাহানারা মাহাবুবের স্ত্রী এবং আবির তাদের সন্তান। পরে পুলিশ মাহাবুব ও ইব্রাহিমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার দায় স্বীকার করেন। ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দুই আসামিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। আসামিপক্ষে আইনজীবী ছিলেন ছিদ্দিক মাতাব্বর এবং মাঈনুল ইসলাম নাবিল সরমান।