বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাকেরগঞ্জে এক বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর ২০২৫ ইং বুধবার বিকাল ৫ টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বিএনপি’র হাজার হাজার কর্মী সমর্থক বিপুল আনন্দ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সমাবেশ ও র্যালীতে অংশগ্রহণ করে। সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে র্যালী পূর্ববর্তী এক সমাবেশে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানের সভাপতিত্বে এবং বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বরিশাল দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হারুন- অর রশিদ জমাদ্দার।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির( বরিশাল বিভাগ) সহঃ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করনের উদ্দেশ্যে এবং দেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। মোঃ জাহিদুল ইসলাম