More

    পাথরঘাটার মাদ্রাসায় অনিয়ম: ক্লাস টাইমে তালা, সুপার ব্যস্ত বালুর ব্যবসায়!

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ:পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি- সরকারি নির্দেশনা অমান্য করে ব্যক্তিগত সিদ্ধান্তে চলছে বরগুনার পাথরঘাটার একটি মাদ্রাসার কার্যক্রম। নির্ধারিত সময়ের আগেই প্রতিদিনই শ্রেণিকক্ষ ফাঁকা করে তালা ঝুলিয়ে দিচ্ছেন শিক্ষকরা। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা।

    নিয়ম অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাদ্রাসা চালু থাকার কথা থাকলেও বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার ৭নং কাঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী নেছারীয়া দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায়—শ্রেণিকক্ষ, লাইব্রেরি ও অফিসকক্ষ সবই বন্ধ, ঝুলছে তালা।

    নির্ধারিত সময়ে ক্লাস চলার কথা থাকলেও শিক্ষক কিংবা শিক্ষার্থীদের কাউকেই পাওয়া যায়নি। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, বছরের পর বছর ধরে এভাবেই চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। সুপারিনটেনডেন্ট ইদ্রিস আলম পড়াশোনার চেয়ে বালুর ব্যবসা নিয়েই বেশি মনোযোগী। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “ক্লাসের সময় দোকানে কাস্টমার এলেই সুপার সেখানে চলে যান।

    শিক্ষার চেয়ে তার কাছে ব্যবসাই মুখ্য।” এ বিষয়ে জানতে চাইলে সুপার ইদ্রিস আলম দাবি করেন, “আবহাওয়া খারাপ থাকায় আজ একটু আগে ছুটি দিয়েছি।” তবে একাধিক দিনে দুপুর ২টার আগেই মাদ্রাসা বন্ধ থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “গতকাল আমি ইউএনও অফিসে ছিলাম। কালকে আসেন মাদ্রাসায়, চায়ের দাওয়াত আপনার।”

    এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে সরকারি নিয়ম অনুযায়ী কোনো অযুহাতে নির্ধারিত সময়ের আগে প্রতিষ্ঠান বন্ধ করার সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...