More

    আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী মাসুম হাওলাদারকে নিজ এলাকা থেকে ৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ  বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই মো. সাইফুল হক হাওলাদার।

    পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার এর আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মাদক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২শত টাকা জরিমানা করেন।

    বৃহস্পতিবার বিকেলে মাদক ব্যবসায়ী মাসুম হাওলাদারকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...