More

    বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৩৭ জন

    অবশ্যই পরুন

    বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২১৪ জনে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ২৮, আমতলী ২, বেতাগী ২ ও পাথরঘাটায় ৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১১১ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৬৭, আমতলী ২, বেতাগী ৭, বামনা ১৩, পাথরঘাটা ১৯ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসাধীন।

    এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ১৩৬, তালতলী ১৪৭, বামনা ২৫৯, বেতাগী ১১৬, আমতলী ৭৯ এবং পাথরঘাটা উপজেলায় ৪৭৭ জন আক্রান্ত হয়েছেন। এ দিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৪ জন বরগুনা সদর উপজেলার বাসিন্দা, ৫ জন পাথরঘাটার এবং ৫ জন বেতাগী উপজেলার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শুভ জোমাদ্দার পলাতক

    পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...