আগৈলঝাড়া প্রতিনিধি: গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে জাতীয় পার্টি, সেনাবাহিনী ও পুলিশ কর্তৃক হামলায় আহত ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং তার দলীয় নেতা কর্মীদের সুস্থতা কামনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদ আগৈলঝাড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ আগৈলঝাড়া উপজেলা সভাপতি মো. নাজিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, এই ঘটনার সুষ্ঠু জবাব সেনপ্রধান ওয়াকারকে দিতে হবে। ” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ এর বরিশাল জেলা সাধারণ সম্পাদক এইচ. এম. হাসান। তিনি তার বক্তব্যে বলেন “ভিপি নূরের উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, এটি দেশের গণতন্ত্র ও মুক্তচিন্তার উপর বর্বর আঘাত। আমরা স্পষ্টভাবে জানাতে চাই— এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে গণঅধিকার পরিষদের আদর্শকে স্তব্ধ করা যাবে না।
আমরা শান্তিপূর্ণ ও সাংগঠনিক শক্তির মাধ্যমেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।” সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন। তিনি বলেন “আজকের এই হামলা প্রমাণ করেছে গণঅধিকার পরিষদ সাধারণ মানুষের অধিকারের কথা বলায় একটি ষড়যন্ত্রমূলকভাবে টার্গেট হচ্ছে। আমরা বিশ্বাস করি জনগণই শক্তির উৎস। তাই মাঠে থেকে মানুষের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাবো। এ লড়াইকে দমন করার জন্য যদি বারবার হামলা হয়, তবুও আমরা পিছপা হবো না।” বিশেষ বক্তা ছিলেন জেলা প্রচার সম্পাদক শাহিনুর রহমান শাহিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বরিশাল জেলা সহ সভাপতি মো. নূর ইসলাম, গৌরনদী উপজেলা সভাপতি সোলায়মান তুহিন, যুব অধিকার পরিষদের বরিশাল জেলা সাধারণ সম্পাদক মো. রাজন মৃধা।
ছাত্র অধিকার পরিষদের গৌরনদী-আগৈলঝারা সমন্বয়ক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বলেন আমরা দুটি বিষয় লক্ষ্য করেছি “জাপার পথে আপা আসতে চাচ্ছে, সেনপ্রধান ওয়াকার অস্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে গিয়ে এক এগারো ঘটানোর পায়তারা করছেন।” আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক মো. জিহাদ বেপারী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদ পাঠাগার সম্পাদক মো. সাইফুল ইসলাম, গণঅধিকার পরিষদ আগৈলঝাড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মিন্টু সেরনিয়াবাত, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. ইমাম বেপারী, অর্থ সম্পাদক সৈয়দ রিপন প্রমুখ। আলোচনা সভা শেষে ভিপি নুরুল হক নূরের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রহমান।