More

    গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির পথচলার ৫ বছর পূর্তি উদযাপন

    অবশ্যই পরুন

    মো:সৌরব বেতাগী(বরগুনা)প্রতিনিধি :- উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কর্মরত গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি’র (জিপিএসডি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী এক আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বেতাগী উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান উদযাপিত হয়।

    সংগঠনের সভাপতি মো. সোহেল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র বেতাগী উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেতাগী উপজেলা নাগরিক ফোরামের সভাপতি শামীম সিকদার ও ‘কান্ট্রি টুডে’র উপজেলা প্রতিনিধি আরিফ সুজন। সংগঠনের সভাপতি মো. সোহেল মীর বলেন, “আমাদের এই পথচলা ছিল চ্যালেঞ্জ, সফলতা এবং মানুষের জন্য কাজ করার। গত পাঁচ বছরে আমরা অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতা অর্জন করেছি। এটি কেবল আমাদের যাত্রার শুরু।

    আগামী দিনে আমরা আরও দৃঢ়ভাবে উপকূলের যুব সমাজের উন্নয়নে কাজ করে যাব।” সংগঠনের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম মান্নার সঞ্চালনায় এ সময় পটুয়াখালী শাখার আহ্বায়ক মো. আরিফ ইসলাম, সৌরভ জোমাদ্দার, আরিফ হোসেন, তৌহিদ হোসেন, বিন্তি, আমির হোসেন এবং ইমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    জিপিএসডি গত পাঁচ বছর ধরে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিশু অধিকার, শিশু সুরক্ষা এবং যুবদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে আসছে। সংগঠনটি ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শুভ জোমাদ্দার পলাতক

    পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...