আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব মো. সেলিম সরদারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. কামরুল ইসলাম সজল।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম শিপন, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম—আহবায়ক আছিয়া আক্তার মুক্তা, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আলামিন আকন, গৌরনদী পৌরসভা যুবদলের সদস্য সচিব মাহাতাব সরদার ও গৌরনদী কৃষকদলের আহবায়ক কালাম হাওলাদারসহ প্রমুখ।
সভায় প্রধান অতিথি এ্যাড. কামরুল ইসলাম সজল বলেন, বিএনপি নেতারা কমীর্ সৃষ্টি করে, আর আওয়ামীলীগ সৃষ্টি করে গডফাদার। সেই গডফাদারদের এই নতুন বাংলাদেশে আর কোনদিন স্থান হবেনা। আগামী নির্বাচনে আপনার প্রার্থীকে ভোট দিবেন না, ভোট দিবেন ধানের শীষ মার্কায়।