ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে, তবে ভোটকেন্দ্রগুলোর ১০০ গজের ভেতরে প্রার্থীরা অবৈধ প্রচারণা চালানোর কারণে নিয়ম ভঙ্গের ঘটনা ঘটেছে, যা ভোটারদের জন্য অশান্তি ও বিভ্রান্তির সৃষ্টি করেছে।
এদিন সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা উদ্দীপনা নিয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে লাইনবদ্ধ হয়েছেন। তবে উৎসবমুখর পরিবেশ দ্রুতই অশান্তিতে পরিণত হয়। প্রার্থীরা কেন্দ্রের প্রবেশপথে সরাসরি ভোট চাওয়ার পাশাপাশি লিফলেট ও প্রচার সামগ্রী বিতরণ করেছেন, যা নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘন করে।
সকাল সাড়ে ৯টা ৩০মিনিট নাগাদ এই দৃশ্য কয়েকটি কেন্দ্রে লক্ষ্য করা গেছে, যেমন—সিনেট ভবন, বিশ্ববিদ্যালয় ক্লাব, শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল এবং উদয়ন স্কুল। প্রার্থী ও তাদের সমর্থকরা প্রবেশপথে ভিড় তৈরি করে শিক্ষার্থীদের প্রবেশে কৃত্রিম জট সৃষ্টি করেছেন।
প্রার্থী রাহাত সিকদার বলেন, ‘এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা একটি সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচন প্রত্যাশা করি।’
