কোনো ধরনের গোলযোগ ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে আটটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল ৪টা পর্যন্ত। এখন ফলাফলের অপেক্ষা।
এদিকে এই নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দিয়েছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে ৭০০টি। টিএসসির ক্যাফেটেরিয়া ও ইনডোর গেমস রুমে ভোটগ্রহণ হয়। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৫ হাজার ৬৪১ জন।এর মধ্যে ক্যাফেটেরিয়ায় ৪২০ জন ও ইনডোর গেমস রুমে ২৮০ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা সাংবাদিকদের জানান, মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসে। এ কারণে দীর্ঘ সারি হয়। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে।