More

    মঠবাড়িয়া দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৭ নং বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকন এর বিরুদ্ধে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ওই ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

    গতকাল ৮ই সেপ্টেম্বর সোমবার বিকাল ৫ টায় বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের সর্বস্তরের মানুষ মিলে তার দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে ইউনিয়ন পরিষদের সম্মুখীন রাস্তায় চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন করেন।

    তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব পাওয়ার পর থেকেই ইউনিয়ন পরিষদকে নিজের একটি ব্যবসা-বাণিজ্য হিসেবে পরিচালনা করে যাচ্ছেন। তিনি ইউনিয়ন পরিষদ থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।খোঁজ নিয়ে জানা যায়, ভি.জি.ডি, জেলে কার্ড, ন্যায্য মূল্য, ১৫টাকার কার্ড, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, উপজেলা কর্তৃক বরাদ্ধ ১০ কেজি চাল, সার্বিক বিষয় নিয়া দুর্নীতি ও স্বজন প্রীতি করার অভিযোগ রয়েছে।

    মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সদস্য মজিবুর রহমান বাচ্চু, মঠবাড়িয়া উপজেলা গণিকার পরিষদের সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসু হোসেন হাওলাদার,৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাতুব্বর, বেতমোর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হাওলাদার, ৩ নং ওয়ার্ড বিএনপি সদস্য জাকির হাওলাদার, ভুক্তভোগী বাবু গোপাল প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...