ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত নেতা মো. আবু সাদিক (সাদিক কায়েম) বলেছেন, “ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে।”
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, “আজ আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। একই সঙ্গে স্মরণ করছি বাংলাদেশে আজাদি আন্দোলনের সব শহীদদের, মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো শহীদদের, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের। স্মরণ করছি আবরার ফাহাদসহ ক্যাম্পাসে যারা নির্যাতনের শিকার হয়ে প্রাণ দিয়েছেন তাদেরও। মহান আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন।”
নবনির্বাচিত ভিপি বলেন, “নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন, সেই আমানত যথাযথভাবে পালন করব। স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ না করা পর্যন্ত আমরা থামব না।”
তিনি আরও যোগ করেন, “আমি ভিপি হিসেবে নয়, বরং ভাই-বোন হিসেবে পরিচিত হতে চাই। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য। এজন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
সাদিক কায়েম বলেন, “আমাদের সঙ্গে যারা একত্রে নির্বাচন করেছেন, তারা প্রত্যেকে একজন উপদেষ্টা। আশা করব, তারা যেকোনো বিষয়ে আমাদেরকে পরামর্শ দেবেন এবং ভুলগুলো ধরিয়ে দেবেন।”