More

    পটুয়াখালীতে এক ইলিশ ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর আলীপুরে এক জেলের জালে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের এক ইলিশ ধরা পড়েছে। বৃহস্পতিবার দুপুরে মাছটি আলীপুর মৎস্য আড়ৎদের মনি ফিসে নিয়ে আসা হয়। পরে ডাকের মাধ্যমে ১ লাখ ৪২ হাজার টাকা মণ দরে প্রতি কেজি ৩ হাজার ৫৫০ টাকা হারে ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়।

    মাছটি নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারীরা পিএম মূসা কিনে নেন। মাছটি গাজীপুরের এক আমেরিকান প্রবাসীর বাসায় পাঠানো হবে বলে জানা গেছে। জেলে মাসুম বিল্লাহ জানান, বঙ্গোপসাগরে পেতে রাখা জাল তুলতেই মাছটি উঠে আসে।

    আলীপুর বাজারে নিয়ে আসার পরে নিলামে ইলিশটি ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেছি। কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী মূসা বলেন, এতবড় মাছ এ বাজারে এখন খুব কম দেখা মেলে। তাই আমি নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করেছি।

    গাজীপুরের এক আমেরিকান প্রবাসীর ভাইয়ের বাসায় ইলিশটি পাঠাবো। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন এমন মাছ পাচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...