More

    ঝালকাঠিতে অযত্ন-অবহেলায় গোরস্থান, কবর জিয়ারতে ভোগান্তি

    অবশ্যই পরুন

    ঝালকাঠি পৌর গোরস্থান এখানেই ঘুমিয়ে আছেন কারো মা, কারো বাবা, ভাইবোন কিংবা সন্তান। প্রিয়জনকে হারিয়ে যারা আজো শোকে কাতর, তাদের একমাত্র সান্ত্বনা হলো মাঝে মাঝে কবর জিয়ারত করা। কিন্তু সেই সুযোগও যেন হারিয়ে যাচ্ছে পৌর কর্তৃপক্ষের অবহেলায়।

    অযত্ন-অবহেলায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই গোরস্থান আজ পরিণত হয়েছে লতা-পাতায় আচ্ছাদিত বনজঙ্গলে। কবরের পাশ দিয়ে হাঁটার মতো সঠিক পথও নেই। স্বজনদের কবর দেখতে গিয়ে অনেকেই ঝোপঝাড়ের কারণে প্রবেশ করতে পারছেন না।

    এতে দুঃখের সঙ্গে সঙ্গে ক্ষোভও প্রকাশ করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ নিয়মিত পরিচর্যা করলে এ অবস্থার সৃষ্টি হতো না। একজন স্বজনহারা মানুষ যখন প্রিয়জনের কবর জিয়ারত করতে গিয়ে জঙ্গলের ভেতরে ঢুকতে পারেন না, তখন সেটা কেবল কষ্টের নয়, এক ধরনের অসম্মানও বটে।

    মানুষের শেষ ঠিকানা এই গোরস্থানের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, মৃতদের প্রতি সম্মান দেখাতে হলে গোরস্থানকে পরিচ্ছন্ন রাখা সবার আগে জরুরি।

    এ বিষয়ে ঝালকাঠির পৌর প্রশাসক মোঃ কাওসার হোসেন জানান, প্রতি বছরই পৌর কর্তৃপক্ষ গোরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এ বছর পরিষ্কার পরিচ্ছন্ন করার এবং কবরস্থানে প্রবেশ করার জন্য রাস্তা তৈরির প্রকল্প হাতে নিয়েছি। আগামী সপ্তাহে কাজ শুরু হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...