বরিশাল নগরীর কলেজ রোড এলাকা থেকে তাহমিদ খান (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার বাবা লিয়াকত আলী খান বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন (যার নং- ৬৭৮, ৯/৯/২০২৫)
নিখোঁজ হওয়া ছাত্র তাহমিদ খান ওই এলাকা লিয়াকত আলী খানের ছেলে। এখন পর্যন্ত তাহমিদ খানকে কোথাও পাওয়া যাচ্ছে না।
তাহমিদ খানকে না পেয়ে তার বাবা-মা পাগলের মতো এদিক সেদিক ছেলেকে খুঁজে বেড়াচ্ছে। নিখোঁজ তাহমিদ খানের চুল ছোট ছোট, গায়ের রং কালো।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাহমিদ খানকে দেখে বা পেয়ে থাকেন তাহলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। মোবাইল নং-:-০১৭৭১৪৮৭২৫০।