বাকেরগঞ্জ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করে চলেছেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
প্রতিদিন উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ঘুরে ভোটারদের মনোযোগ আকর্ষণ করছেন বরিশাল ৬ বাকেরগঞ্জ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার ও তার সফর সঙ্গী নেতৃবৃন্দ।
সাংগঠনিক কর্মকান্ডের পাশাপাশি ভোটারদের সাথে করছেন কুশল বিনিময। প্রতিশ্রুতি দিচ্ছেন সন্ত্রাস, দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাকেরগঞ্জ গড়ার।

দলীয় মনোনয়ন পাবার পরপরই কর্মীদের নিয়ে প্রচারণায় নেমে পড়েছেন তিনি। ছুটে চলেছেন উপজেলার ১৪ টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ, হাট-বাজার সহ গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায়।
বাকেরগঞ্জ ৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহমুদুন্নবী তালুকদার বলেন, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর কোন বিকল্প নাই, এজন্য তিনি সকলের সাহায্য প্রার্থনা করেন।
তিনি বলেন,বাংলাদেশে জামায়াতে ইসলামী ইসলামের আদর্শের ও চেতনা বাস্তবায়নে কল্যাণমুখী একটি দল। এদেশের আপামর সকল শ্রেণীর মানুষের সুষম অধিকার বন্টনে জামায়াতে ইসলামির মত দলের এদেশে দরকার আছে। বিগত দিনের অপসংস্কৃতির রাজনীতি দেশকে ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে।
এ অবস্থা থেকে মুক্তি পেতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে সকলের সহযোগিতা কামনা করেন।