More

    জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বরিশাল জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ জলবায়ু পরিবর্তন ও তীব্র উষ্ণ আবহাওয়ার প্রভাব থেকে পরিত্রাণের উপায় হিসেবে বৃক্ষরোপণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বরিশাল জেলা ছাত্রদল একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ১২ই সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে বরিশাল নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদের আঙ্গিনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

    এই কর্মসূচির উদ্যোক্তা ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাজ ইসলাম। তার নেতৃত্বে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে নগরীর বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

    এসময় তাজ ইসলাম বলেন,
    “বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন। তীব্র গরম, ঘূর্ণিঝড়, বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনে গভীর প্রভাব ফেলছে। এসব মোকাবেলায় বৃক্ষই আমাদের একমাত্র ভরসা। তাই ছাত্রদলের পক্ষ থেকে এই সবুজ উদ্যোগ নেয়া হয়েছে।”

    ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে এবং বরিশাল নগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও সড়কের পাশ ঘেঁষে সবুজ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

    স্থানীয় শিক্ষার্থীরা ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে খোলা আকাশের নিচে ৪৫০ বস্তা আলু, মালিকের খোঁজ মেলেনি

    ঝালকাঠির নলছিটিতে পরিত্যক্ত অবস্থায় ৪৫০ বস্তা আলু জব্দ করেছে পুলিশ। তবে ওই আলুর মালিক পাওয়া যায়নি। রোববার (২১ ডিসেম্বর)...