More

    শর্ত পূরণ করলে নতুন পজিশনে দেখা যাবে নেইমারকে

    অবশ্যই পরুন

    ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের জার্সিতে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরার কথা থাকলেও জায়গা হয়নি এই তারকা ফুটবলারের। এমন অবস্থায় প্রশ্ন উঠছে আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দলে পাবেন তো নেইমার।

    তবে নেইমারের আশা এখনও শেষ হয়ে যায়নি। বিশ্বকাপের বিমানে উঠতে হলে আনচেলত্তির বেশ কয়েকটি শর্ত পালন করতে হবে তাকে। সম্প্রতি এই কথা বলেছেন ব্রাজিল বস আনচেলত্তি।

    তিনি বলেন, নেইমার কেমন খেলে সেটা দেখার কিছু নেই। সবাই তার প্রতিভা সম্পর্কে জানে। তবে বর্তমান সময়ে প্রতিভার সঠিক ব্যবহার করতে হলে খেলোয়াড়কে ফিট থাকতে হবে। যদি নেইমার সেরা অবস্থায় থাকে তবে জাতীয় দলে তার কোনো সমস্যা হবে না। সবাই চায় নেইমার যেন ভালো শারীরিক অবস্থায় জাতীয় দলে থাকে।

    তিনি আরও বলেন, আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। তাকে আমি আক্রমণাত্মক মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে বেছে নেবো। আধুনিক ফুটবলে ফরোয়ার্ডদের শারীরিক সক্ষমতা দরকার। তবে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তার কোনো সমস্যা নেই।

    উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে তিনি, সেসময় বাঁ হাঁটুর লিগামেন্ট (এসিএল) ও মেনিসকাস ছিঁড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যান ব্রাজিলিয়ান সুপারস্টার।

    তবে সান্তোসের হয়ে নিজেকে ফিরে পাওয়ার আপ্রান চেষ্টা চালাচ্ছেন নেইমার। সবশেষ কয়েক ম্যাচ পুরো সময়ই খেলেছেন তিনি। কিন্তু বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করতে হলে আরও প্রমাণ করতে হবে তাকে।

    বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ হেরে পঞ্চম স্থানে থেকে বাছাই পর্ব শেষ করলেও এর আগেই বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএনপিতে মনোনয়ন সংকট: বিক্ষোভ–অবরোধ, আটকে ৪৩ আসন

    বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর বিভিন্ন আসনে বিক্ষোভ করছেন বাদ পড়া নেতাদের অনুসারীরা। বাকি ৬৩ আসনের...