নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি: নেছারাবাদ উপজেলার জলাবাড়ী এবং সমুদয়কাঠি ইউনিয়নের আওয়ামীমনা হিন্দু সম্প্রদায়ের কিছু লোক বাংলাদেশ জামায়াতে ইসলামির সাথে গনসংযোগে অংশ নিয়েছেন। তারা বলছেন আওয়ামীলীগ করে উল্টো আমরা মামলার শিকাড় হয়েছিলাম। আমরা আওয়ামিলীগ বিএনপি দুইটা দেখছি। এখন জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের সাথে থাকতে চাই। আমরা চাই তারা রাষ্ট্র ক্ষমতায় আসুক।
গতকাল শনিবার পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী উপজেলার নদী ও খালপথে ৭০-৮০ টি ট্রলারে সহস্রাধিক কর্মী সমর্থক নিয়ে একটি নৌরেলী করেন। আল্লাহ ও নবী রাসূলের পথে সবাইকে দাওয়াত দিতে ওই নৌরেলী করা হয়েছে বলে দাবি নেছারাবাদ জামায়াতে ইসলামির। ওই নৌরেলীতে উপজেলার দুইটি ইউনিয়ন থেকে হিন্দু সম্প্রদায়ের কিছু লোকেরা অংশ গ্রহন করেন। অবশ্য জামায়াতে ইসলামির নেতাকর্মীরা বলেছেন, নৌরেলীতে শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমাদের সাথে ছিলেন।
আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সুনিল কান্তি বিশ্বাশ নামে এক লোক বলেন, আমরা আওয়ামিলীগ বিএনপি দুইটাই দেখছি। জামায়াত আমাদের এলাকায় একটা সভা করেছিল। সভায় তাদের নিয়ম শৃঙ্খলা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। এখন আমরা চাই জামায়াতে ভোট দিব। তাই জামায়াতের সাথে বৌহরে আসছি।
জলাবাড়ী ইউনিয়নের রতন বেপারী নামে এক লোক বলেন, আমরা আওয়ামিলীগ করে আওয়ামিলীগের আমলে মিথ্যা মামলার শিকাড় হয়েছি। প্রতিবাদ করার কোন জায়গা ছিলনা। তারা এলাকার উন্নয়নের নামে লুটপাট কটে খেয়েছে। সব চেয়ে চেয়ে দেখছি। জামায়াতের আর্দশ নীতি নৈতিকতা আমাদের ভাল লেগেছে। আমরা চাই জামায়াত ক্ষমতায় আসুক। আমরা জামায়াতের সাথে থাকতে চাই।
জামায়াতের সাথে হিন্দু সম্প্রদায়ের লোক যোগ দেয়া সহ তাদের রাষ্ট্রিয় ক্ষমতায় দেখতে চাওয়া বিষয়টা কিভাবে দেখছে নেছারাবাদ উপজেলা বিএনপি জানতে চাইলে স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, রাস্তার পাশে যেমন ক্যাম্ভেচাররা ভুয়া ও চটকদারি কথা বলে ভুয়া ঔষধ বিক্রি করে। তেমনি জামায়াত ক্যাম্বাস করে ওই হিন্দু লোকদের ভুল বুজিয়ে সাথে নিয়েছে। তারা মুলত জামায়াতের আসল চরিত্র জানেনা। যখন ওই হিন্দু ভাইয়েরা তাদের আসল চরিত্র দেখবে তখন তারা অবশ্যই সঠিক পথে ফিরে আসবে।
এ বিষয়ে জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী বলেন, আমরা গত ৫ আগষ্টের পর হিন্দু ভাইয়ের যানমাল পাহারা দিয়েছি। যা অন্যকোন দল করেনি। আমরা চাই যে যার মত ধর্ম পালন করবে। কিন্তু আমাদের পরিচয় হবে আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই এদেশের নাগরিক।