More

    বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বর্ধিতসভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    সুদূর ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাকেরগঞ্জ পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক ও সাবেক সাংসদ আবুল হোসেন খান।

    সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া এবং পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার।

    এ সময় উপজেলার ১৪টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

    সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সদস্য হারুন শিকদার, জিয়াউল হক জুয়েল চেয়ারম্যান, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, নাসির হাওলাদার, খলিলুর রহমান শিকদার, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, রুহুল জোমাদ্দার, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, বাচ্চু নেগাবান, স্বপন শিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান,

    উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা দলের সভাপতি মীর্জা খাদিজা, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...