More

    বরিশালে ১১ কেজি গাঁজাসহ ২ মাদকবিক্রেতা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশালে ১১ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দাপুলিশের পরিদর্শক ছগির হোসেনের নেতৃত্বে বিমানবন্দর থানাধীন ইছাকাঠি এলাকার ‘লাদেন সড়ক’ থেকে ১০ কেজি গাঁজাসহ নুর উদ্দিন নামের যুবককে গ্রেপ্তার করা হয়। ৩৪ বয়সি এই যুবক নোয়াখালীর চরজব্বার ইউনিয়নের পশ্চিম চর জব্বার গ্রামের মৃত বশির আহম্মেদের ছেলে।

    গোয়েন্দাপুলিশের পরিদর্শক ছগির বরিশালটাইমসকে জানান, মিনি কাভার্ডভ্যানযোগে গাঁজার একটি বড় চালান বরিশালে ঢুকছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়েছে। এতে কাভার্ডভ্যানটির মধ্যে ১০ কেজি গাঁজা পাওয়া গেছে। মাদকের এই চালানটি সম্ভবত ঝালকাঠির নলছিটি উপজেলার জনৈক বিক্রেতার কাছে পৌছে দেওয়ার উদ্দেশ ছিল। কিন্তু এর আগেই ধরা পড়েছে।

    একই রাতে কোতয়ালি মডেল থানাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ পোর্টরোড ভূমি অফিসের সম্মুখে অভিযান চালিয়ে এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মনির হোসেন বাবু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে। শহরের ফিশারী রোড এলাকার এই যুবক ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকার জনৈক মাদক বিক্রেতার কাছ থেকে গাঁজার চালানটি নিয়ে যাচ্ছিলেন।

    কিন্তু পথিমধ্যে তাকে গ্রেপ্তার করে ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম হোসেনের নেতৃত্বাধীন টিম। গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি এবং বিমানবন্দর থানায় মামলা হয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

     বরিশালে পানিতেই চলছে ক্লাস, ৩৫ বছরেও মেলেনি পাকা ভবন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ১৩০ নম্বর দক্ষিণ ভূতেদিয়া নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হলেও, দীর্ঘ...