মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া সাংবাদিক কন্যা উর্মি (১০) ও যুবতী তন্বী আক্তার (২৩) হত্য মামলার চার্জশিট ভুক্ত আসামি ছগির আকন (৪৬) নাশকতা মামলায় ফের গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর ডিবি পুলিশের একটি টিম পিরোজপুর-হুলারহাট সড়কের মাছিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ছগির উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের মৃত কুদ্দুস আকনের ছেলে। ছগির উর্মি হত্যা মামলার হাজিরা দিয়ে বেড়িয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়। সম্প্রতি মঠবাড়িয়া উপজেলার করিম আকন বাজারে বিএনপি অফিস পুড়িয়ে দেয় আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন অভিযোগে স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান গত ২৫ আগস্ট মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। ছগির এ মামলার এজাহার নামীয় ২৮ নম্বর আসামি।
জানা গেছে, ছগিরের বড় ভগ্নিপতির বাড়ি ওই করিম আকন বাজার এলাকায়। দুটি হত্যা মামলায় উচ্চ আদালতের আদেশে জামিনে থাকলেও লোক নিন্দার ভয়ে তার বড় ভগ্নিপতির বাড়িতে সে অবস্থান করত। ২০১৭ সালে সাংবাদিক জুলফিকার আমীন সোহেল এর চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ঊর্মীকে ধর্ষণ শেষে হত্যা করে পরিত্যক্ত বাগানের নালার মধ্যে ফেলে রাখে। তিনদিন পর নিহত ঊর্মি গলিত ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
অপরদিকে ২০২২ সালে তন্বী আক্তার কে জবাই করে হত্যা করে পরিত্যক্ত বাগানে ফেলে রাখে এই ঠান্ডা মাথার খুনি ছগির। একদিন পর বাগান থেকে নিহত তন্বীর লাশ উদ্ধার করেন পুলিশ।
এ দুটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছগির আকন। মামলা দুটি পিরোজপুর নারী ও শিশু আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের কর্মকর্তা মোঃ খায়রুল হাসান বলেন, মঠবাড়িয়া থানায় দায়ের করা নাশকতা মামলায় গ্রেপ্তার এড়াতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল।
একটি হত্যা মামলায় হাজিরা দিয়ে অভিনব কায়দায় পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে নাশকতা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।