চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। আগে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছে টাইগাররা।
এই প্রতিবেদনে লেখা পর্যন্ত ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫৯ রান। সাইফ হাসান ২৪ বলে ২৬ রান ও তানজিদ তামিম ১২ বলে ৩২ রানে ব্যাট করছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনেই ব্যাট করতে থাকেন সাইফ হাসান ও তানজিদ তামিম। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটের ধার বাড়াতে থাকেন তারা।দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৯ রান।