More

    বরিশালে ল্যাগেজে ভর্তি অবৈধ কারেন্ট জালসহ আটক ১

    অবশ্যই পরুন

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পরিবহনের যাত্রীবেশে কৌশলে ল্যাগেজে ভর্তি করে অবৈধ কারেন্ট জাল আমদানি চক্রের এক সদস্যকে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ আটক করা হয়েছে।

    ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের হিজলা উপজেলার বড় জালিয়া এলাকার খুন্না বাজার সংলগ্ন এলাকায়। মঙ্গলবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা ল্যাগেজ পার্টির এক সদস্যকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় আনা ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

    আটককৃত সাইদুল ইসলাম (৩০) ওই এলাকার সোমেদ রাড়ীর ছেলে। তাকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

    সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম আরও জানিয়েছেন- উপজেলার একটি চক্র সম্প্রতি সময়ে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে যাত্রীবেশে ল্যাগেজ ভর্তি করে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে অবৈধ কারেন্ট জাল আমদানি করে আসছে।

    গোপন সংবাদের ভিত্তিতে এ সংবাদ পেয়ে প্রথম দিনের অভিযানে ওই চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় সরকারের শতভাগ নির্দেশ পালন করতে চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

    এর আগে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে হিজলা উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালিয়ে ২৬টি চায়না দুয়ারী জাল, ৬০টি চর ঘেরা জাল ও ছয়শ’টি চর ঘেরা জালের খুঁটি, দশ হাজার মিটার কারেন্ট জালসহ ট্রলার জব্দ করা হয়েছে। অবৈধ জাল ও খুঁটি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। জব্দকৃত ট্রলারটি নিলামে বিক্রি করার প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কুয়াকাটা সৈকত নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণের অভিযোগে যুবকের কারাদণ্ড

    কুয়াকাটা সমুদ্রসৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণের অভিযোগে মো. রুবেল (৩০) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত এক মাসের সশ্রম...