More

    বাকেরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা।

    অবশ্যই পরুন

    বরিশাল  সংবাদদাতা  : বাকেরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষ্যে পূজা মণ্ডপ সমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা – সমুন্নত রাখা ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার মোঃ শাহ জালাল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার ও , সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার ( শাহীন), উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সদস্য আলামিন মৃর্ধা, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওঃ নাসির উদ্দীন রোকন ডাকুয়া,

    ১৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার আরিফুর রহমান, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুনীল কুমার দাস ( ঝন্টু) বাকেরগঞ্জ পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বাবু শংকর শীল, সাধারণ সম্পাদক ও দেবালয় পূজা মণ্ডপের প্রতিষ্ঠাতা বাবু পঙ্কজ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মিত্র, সহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক গন।

    এ বছর উপজেলায় মোট ৭৭ টি পূজা মণ্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে প্রশাসন যথেষ্ট আন্তরিক ও তৎপর আছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাহাতে সুন্দর পরিবেশে উৎযাপিত হয় এ জন্য তিনি পুজা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ‘কোন জামায়াতে ইসলামী নয়, গণঅধিকার নয়, ইসলামী আন্দোলন নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন...