বড় ভাইয়ের দেখানো পথেই এবার হাটলেন ছোট ভাই। গলায় ফাঁস লাগিয়ে করেছেন আত্মহত্যা। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ মহল্লায়। খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করেছেন।
মৃত রাব্বি বয়াতী (২২) ওই গ্রামের ইদ্রিস বয়াতীর ছেলে। সে কৃষি কাজ করতো। মৃতের স্বজনরা জানিয়েছেন-বুধবার দিবাগত রাত দশটার দিকে পরিবারের সবার অজান্তে নিজ ঘরের শয়ন কক্ষে গলায় ফাঁস দেয় রাব্বি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।তবে কি কারনে সে (রাব্বি) গলায় ফাঁস দিয়েছে তা জানাতে পারেনি পরিবারের সদস্যরা।
সূত্রে আরও জানা গেছে-এর আগে গত দেড় বছর পূর্বে রাব্বির বড় ভাই রফিক বয়াতী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলো। এবার বড় ভাইয়ের দেখানো পথে ছোট ভাই রাব্বির মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবরপেয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে মৃত রাব্বির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি আরো জানিয়েছেন-কি কারনে রাব্বি আত্মহত্যা করেছে তা জানার জন্য তদন্ত চলছে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও ওসি উল্লেখ করেন।