More

    ইন্দুরকানীতে সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বে সম্পৃক্তকরণের লক্ষে নারী সমাবেশ

    অবশ্যই পরুন

    ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে নারীদের সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বে সম্পৃক্তকরণের লক্ষ্যে নারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এইচ, এম ফারুক হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

    এসময় বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগম, সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোস্তাক হাফিজ, সাবেক যুগ্ম আহ বায়ক মোহাম্মাদ আহসানুল ছগির প্রমুখ।

    এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    যদি ভাগ্যের পরিবর্তন করতে চান তাহলে ধানের শীষে ভোট দেন……বিএনপি নেতা মোশাররফ হোসেন

    কলাপাড়া প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন,...