More

    ইন্দুরকানীতে জামায়াতের ভোট কৈন্দ্রিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    ইন্দুরকানি ( পিরোজপুর) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং পাড়েরহাট ইউনিয়নের উদ্যোগে শনিবার সকালে রাজলক্ষ্মী স্কুল এন্ড কলেজে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    পাড়েরহাট ইউনিয়ন আমীর মাওলানা ফারুক হোসাঈন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাঈন ফরিদ।

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ইন্দুরকানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানি উপজেলা আমীর মাওলানা আলী হোসেন এবং উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ইন্দুরকানী থানা সেক্রেটারি কে এম রাহাতুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি সাংবাদিক মামুন হোসাঈন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    যদি ভাগ্যের পরিবর্তন করতে চান তাহলে ধানের শীষে ভোট দেন……বিএনপি নেতা মোশাররফ হোসেন

    কলাপাড়া প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন,...