More

    খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল —জহির উদ্দিন স্বপন

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া  প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন বলেন, গত ১৭ বছরে বিএনপি’র হাজার হাজার নেতা—কমীর্রা নিযার্তিত হয়েছে। আমাদের মাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, হাসপাতালে বসে টেলিভিশনে সেই দৃশ্য দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসপাতালে শুয়ে শুয়ে দেখেছেন, শেখ হাসিনাকে জনগণ তাড়িয়ে বিদায় করে দিয়েছে বাংলাদেশ থেকে। রাখে আল্লাহ মারে কে ?

    তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় তার জন্য কিছু দল কোন্দল শুরু করেছে। এই সরকার যদি নির্বাচনের ব্যালট পেপার জনগণকে দিতে চায়, সেই পথে যদি কোন রাজনৈতিক দল বাঁধা দেয় তাহলে সেই রাজনৈতিক দলকে জনগণের সামনে উন্মোচিত করে ছাড়বো। এই অপকর্মে পবিত্র কোরআন শরীফ ও পবিত্র মসজিদকে যদি কেউ ব্যবহার করে, আমাদের বিশ্বাস ধর্মপ্রাণ মানুষ সেটাও বুঝতে পারবে।

    আগামী কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জাতিসংঘে যাচ্ছে, তার সাথে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন রাজনৈতিক নেতাকে নিয়ে যাচ্ছেন। কারন আগামী ফেব্রুয়ারী মাসে বাংলাদেশে ভোট হবে তা জাতিসংঘসহ বিশ্ববাসীকে জানিয়ে দিতে। এলাকার নেতা—কমীর্দের এখন থেকে জাতীয় নির্বাচনের জন্য কাজ করতে হবে।

    এসময় দলের মধ্যে কোন কোন্দল সৃষ্টি করা যাবে না। দলের মধ্যে কোন চাঁদাবাজের স্থান হবে না। ছাত্রনেতা হাসান সরদারকে আমরা চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠিয়েছি। শনিবার সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে প্রয়াত বিএনপি নেতা খোকন মোল্লা ও মিরাজ ফকিরের স্মরন সভা ও জনসমাবেশ অনুষ্ঠানের সভাপতি বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

    স্মরন সভা ও জনসমাবেশে আরোও বক্তব্য রাখেন, জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান শিকদার, গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সরোয়ার আলম বিপ্লব, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্নাসহ প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম—আহবায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, কার্তিক বেপারী, এনায়েত খান মনু, বদিউজ্জামান সরল, উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মহিদুল, সদস্য সচিব শাহেদ ইসলাম রাতুল প্রমুখ। পরে প্রয়াত বিএনপি নেতা খোকন মোল্লা ও মিরাজ ফকিরের পরিবারকে আর্থিক সহযোগীতা করেন সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।

    এসময় আগৈলঝাড়া—গৌরনদী উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকমীর্রা ছাড়াও দলীয় কর্মসূচি পালনকালে মৃত্যুবরণকারী বিএনপি নেতাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাউফলে ইন্টারনেট ঠিক করার কথা বলে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগ

    পটুয়াখালীর বাউফলে মোবাইলে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ ঠিক করে দেওয়ার কথা বলে ঘরে ঢুকে জোরপর্বূক এক তরুণীকে (১৬) ধর্ষণের অভিযোগ...