আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ১শত ৫৮টি পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের সভাপতিত্বে উপজেলার ৫টি ইউনিয়নের ১শত ৫৮টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের ৫শত কেজি চাল প্রতিটি মণ্ডপে বিতরণ করা হয়।
বিতরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালাসহ প্রমুখ। পরে উপজেলার ৫টি ইউনিয়নে ১শত ৫৮টি পূজা মণ্ডপের প্রতিটিতে ৫শত কেজি করে চাল বিতরণ করা হয়েছে।