More

    বরিশালে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশাল বিভাগে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছরে বরিশাল বিভাগে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১ জনই বরগুনার সরকারি হাসপাতালগুলোতে মারা গেছেন।

    একই সময়ে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১৬৫ জন। রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

    মৃতদের মধ্যে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামের মহিমা (২৬) বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বরগুনার পাথরঘাটা উপজেলার আমরাতলা গ্রামের হাসান (২৫) এবং একই উপজেলার কাকচিরা গ্রামের সিদ্দিক মোল্লা (৪৫) মারা যান।

    স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৩ জন, বরিশাল জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আটজন, পটুয়াখালী জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ১৪ জন, ভোলায় ১০ জন, পিরোজপুরে চারজন, বরগুনায় ৬৭ জন এবং ঝালকাঠিতে ১০ জন নতুন ভর্তি হয়েছে। এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩৭৪ রোগী চিকিৎসাধীন।

    চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুই মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ হাজার ৪৭৫ রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৭৩ জন।

    চলতি বছর গোটা বিভাগে ২৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন, বরগুনায় ১১ এবং পটুয়াখালীতে একজন মারা যান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৪

    বরিশাল নগরীর কাশিপুরে মশাল নিয়ে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায়...