More

    গলাচিপায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ।

    এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আসাদুর রহমান, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার হাওলাদার, গণআধিকার পরিষদের গলাচিপা উপজেলা সভাপতি মো. হাফিজুর রহমান , বাংলাদেশ জামাতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো.জাকির মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    সভায় বক্তারা গলাচিপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার পাশাপাশি মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, জুয়া ও সামাজিক অপরাধ দমন, চুরি-ডাকাতি প্রতিরোধসহ সামগ্রিক নিরাপত্তা বাড়াতে করণীয় বিষয়ে আলোচনা করেন। এছাড়া নদী ভাঙন পরিস্থিতি, বাজার মনিটরিং, পরিবেশ সুরক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

    সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। তাই সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে।” অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে গলাচিপাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী উপজেলা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    প্রতিবাদ উপেক্ষা করে বরিশালের ডিসি লেকের প্রাচীর নির্মাণের কাজ চলছেই

    বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ডিসি লেকের এক পাশে প্লাকার্ড হাতে নাগরিক সমাজের প্রতিবাদ, অন্য পাশে সে প্রতিবাদ উপেক্ষা করে...