স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আসাদুর রহমান, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার হাওলাদার, গণআধিকার পরিষদের গলাচিপা উপজেলা সভাপতি মো. হাফিজুর রহমান , বাংলাদেশ জামাতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো.জাকির মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা গলাচিপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার পাশাপাশি মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, জুয়া ও সামাজিক অপরাধ দমন, চুরি-ডাকাতি প্রতিরোধসহ সামগ্রিক নিরাপত্তা বাড়াতে করণীয় বিষয়ে আলোচনা করেন। এছাড়া নদী ভাঙন পরিস্থিতি, বাজার মনিটরিং, পরিবেশ সুরক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। তাই সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে।” অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে গলাচিপাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী উপজেলা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।