প্রান্ত মিস্তী, নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের নিজ উপজেলা নাজিরপুরের প্রতিটি ইউনিয়নে আনন্দ মিছিল,মিস্টি বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর (রবিবার) নজরুল ইসলাম খানকে আহ্বায়ক, সাইদুল ইসলাম কিসমতকে সদস্যসচিব, এলিজা জামানকে প্রথম যুগ্ম আহ্বায়ক এবং অধ্যাপক আলমগীর হোসেনকে সদস্য করে জেলার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এর পরদিন ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে আহ্বায়ক নজরুল ইসলাম খানের নিজ উপজেলা নাজিরপুরের ৯টি ইউনিয়নে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিটি ইউনিয়নের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মিছিলগুলোকে উৎসবে পরিণত করেন। শেষে উপস্থিত জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
আনন্দ মিছিলগুলো ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। সেখানে বক্তারা নবনির্বাচিত জেলা কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি দিয়েছে।আমরা বিশ্বাষ করি এবার জেলা বিএনপি হবে গ্রুপিংমুক্ত এবং শক্তিশালী। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।