স্টাফ রিপোর্টার : দীর্ঘ ১৭ বছর পর পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়ন বিএনপি’র কার্যালয় উদ্বোধন ও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসবকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালীর আয়োজন করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডাকুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সরোয়ার হোসেন খন্দকার এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হাসান মাহমুদ এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, পৌর বিএনপি’র সহ. সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আ. রশিদ হাওলাদার,
উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মো. নেছার সরদার, ডাকুয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ফরিদুল মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব হাওলাদার, কোষাধ্যক্ষ মো. জাকির হাওলাদার প্রমুখ।
এছাড়াও ডাকুয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র চলছে। জুলাই-আগষ্টে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সেটি হলে শহীদের আত্মার শান্তি পাবে। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার চাই। বিগত ষোল বছর হামলা-মামলার ঘরছাড়া করে রেখেছিল।
তিনি আরো বলেন,” হিন্দু মুসলিম আমরা ভাই-ভাই। তারাও যেন বুক ফুলিয়ে এ সমাজে বসবাস করতে পারে সেদিকে নজর রাখতে হবে। আমরা এ আসন থেকে এই জনপদের জনপ্রিয় নেতা হাসান মামুনকে নির্বাচিত করবো, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।